হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে সড়ক ভেঙে ৮ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

  বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে বর্ষার শুরুতেই সড়ক ভেঙে প্রায় ৮টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কপথের যাতায়াত। ফলে চরম দুর্ভোগে পড়েছে অসংখ্য মানুষ। 

গতকাল শনিবার বিকেলে বাসাইল উপজেলার আন্ধিরাপাড়া-বালিনা সড়কের বালিনা উত্তরপাড়া এলাকায় সড়কটি ভেঙে যায়। 

স্থানীয়রা জানান, গত দুই দিনে ঝিনাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আন্ধিরাপাড়া-বালিনা সড়কের বালিনা উত্তরপাড়া এলাকার সড়কটির ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পরে পানির প্রবল স্রোতের কারণে সড়কটি ভেঙে যায়। এ ছাড়াও আজ রোববার সকালে আন্ধিরাপাড়ায় আরও তিনটি স্থানে সড়ক ভেঙে যায়। দুই দিনে প্রবল বেগে পানি প্রবেশ করে উপজেলার বালিনা, আন্ধিরাপাড়া, আদাজান, কাঞ্চনপুর, কোদালিয়াপাড়াসহ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সড়ক দিয়ে যাতায়াতও বন্ধ রয়েছে। ফলে যাতায়াতে কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিকল্প হিসেবে মানুষ নৌকা দিয়ে যাতায়াত করছেন। 

উপজেলার বালিনা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সোলাইমান বলেন, এ সড়কটির চারটি জায়গায় ভেঙে গেছে। এ কারণে যাতায়াত বন্ধ রয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। 

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, সড়কটির চারটি জায়গায় ভেঙে গেছে। সড়ক দিয়ে ঝিনাই নদীর পানি প্রবেশ করে বালিনা, আদাজান, ভোরপাড়া, আন্ধিরাপাড়া, কাঞ্চনপুরসহ ৮টি গ্রামের নিম্নাঞ্চল ডুবে গেছে। এখন নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ