হোম > সারা দেশ > ঢাকা

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে কাজ করবে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক। ছবি: সংগৃহীত

আসন্ন বর্ষার মৌসুমে মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে প্রায় সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ সোমবার সকালে ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে ডিএনসিসির প্রশাসক বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। তাই জনসচেতনতা বাড়াতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। আসন্ন বর্ষার মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ডিএনসিসির সঙ্গে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন।’

প্রশাসক মোহাম্মদ এজাজ আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গণপরিসরগুলোতে মশা নিধনের আধুনিক ফাঁদ স্থাপন করা হবে। একটি নিরপেক্ষ ল্যাবে মশা নিধনে ডিএনসিসির ব্যবহৃত কীটনাশকগুলোর কার্যকারিতাও পরীক্ষা করা হবে।

গোলটেবিল বৈঠকে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক