হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় আগুনে পুড়ল বসত বাড়ির ৮টি ঘর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮টি টিনের ঘর পুড়ে গেছে। আজ রোববার রাত ৮ টার দিকে ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার ইরান টেক্সটাইলের পেছনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিক ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান। 

প্রত্যক্ষদর্শী ইমরান শুভ বলেন, ‘রাত ৮টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন লাগে। এরপর ধীরে ধীরে বাড়ির সবগুলো ঘরে আগুন ছড়িয়ে যায়। ঘরের বাসিন্দারা সবাই বেরিয়ে যেতে পারলেও আসবাবপত্র সব পুড়ে যায়। বাড়ির পাশের একটি কারখানা থেকে পানি সরবরাহ করলে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। 

বাড়ির ভাড়াটিয়া ফাতেমা বলেন, ‘এই ৮টি ঘরে গার্মেন্টসের শ্রমিকেরা থাকতেন। রাতে এলাকায় কারেন্ট ছিল না। হঠাৎ কারেন্ট আসার পর ঘরে আগুন ধরে যায়। আমাদের কোনো কিছু বের করতে পারিনাই। সব পুড়ে গেছে। 

বিসিক ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছাবার পূর্বেই আগুন পাশের কারখানার ফায়ার হাইড্রেন্ট দিয়ে নিভিয়ে ফেলা হয়। আমাদের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯