হোম > সারা দেশ > ঢাকা

চাকরির প্রলোভনে খুদে বার্তা, প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে চাকরি বা খণ্ডকালীন চাকরির কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। এই চক্রের সদস্য মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গতকাল রোববার রাজধানীর ভাটারার জোয়ারসাহারা এলাকা থেকে মোশারফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। 

আজ সোমবার এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানিয়েছেন।

এসপি বলেন, চক্রের প্রতারণার শিকার হয়ে আরাফাত হোসেন নামে এক ভুক্তভোগী ডিএমপির রামপুরা থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে প্রতারণার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এটিইউ। এর আগে এই চক্রের সদস্য হিমেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে মোশারফকে গ্রেপ্তার করা হয়।

এসপি রাসেল আরও বলেন, ভুক্তভোগী তাঁর ফোনে আসা মেসেজে সাড়া দিলে চক্রটি বিকাশ নম্বরে ৪৫০ টাকা পাঠায়। পরে তাঁকে একটি টেলিগ্রাম আইডিতে যুক্ত করা হয়। এভাবে কয়েক ধাপে টাকা নেওয়া-দেওয়ার মাধ্যমে বিশ্বাস অর্জন করে চক্রের সদস্যরা। পরে ব্যাংক হিসাব নম্বরে কয়েক দফায় ১ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী থানায় প্রতারণার অভিযোগ করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির