হোম > সারা দেশ > ঢাকা

চাকরির প্রলোভনে খুদে বার্তা, প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে চাকরি বা খণ্ডকালীন চাকরির কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। এই চক্রের সদস্য মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গতকাল রোববার রাজধানীর ভাটারার জোয়ারসাহারা এলাকা থেকে মোশারফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। 

আজ সোমবার এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানিয়েছেন।

এসপি বলেন, চক্রের প্রতারণার শিকার হয়ে আরাফাত হোসেন নামে এক ভুক্তভোগী ডিএমপির রামপুরা থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে প্রতারণার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এটিইউ। এর আগে এই চক্রের সদস্য হিমেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে মোশারফকে গ্রেপ্তার করা হয়।

এসপি রাসেল আরও বলেন, ভুক্তভোগী তাঁর ফোনে আসা মেসেজে সাড়া দিলে চক্রটি বিকাশ নম্বরে ৪৫০ টাকা পাঠায়। পরে তাঁকে একটি টেলিগ্রাম আইডিতে যুক্ত করা হয়। এভাবে কয়েক ধাপে টাকা নেওয়া-দেওয়ার মাধ্যমে বিশ্বাস অর্জন করে চক্রের সদস্যরা। পরে ব্যাংক হিসাব নম্বরে কয়েক দফায় ১ লাখ ৪৯ হাজার টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী থানায় প্রতারণার অভিযোগ করেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা