এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ঈদুল আজহায় সারা দেশে সার্বিক নিরাপত্তায় র্যাবের গোয়েন্দারা তৎপর রয়েছেন। সারা দেশর ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া গরুর হাটগুলোতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, অনলাইনে প্রতারণার বিষয়ে নজরদারি রাখা হচ্ছে। কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি না করতে পারে, তার জন্য সাইবার ইউনিটও কাজ করছে। আজ বুধবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
র্যাবের প্রধান বলেন, ঈদুল আজহায় সার্বিক নিরাপত্তার জন্য র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। সারা দেশর ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাবের হেলিকপ্টার, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ঈদে নিরাপত্তায় কাজ করবে।
তিনি বলেন, ‘ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। র্যাবের বিভিন্ন ইউনিট কাজ করছে।’
বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরে র্যাবের প্রধান বলেন, ‘গরুর হাটগুলোতে আমাদের মোবাইলকোর্ট চালানো হয়েছে। অনলাইনে গরুর হাটসহ নানা প্রতারণার বিষয়ে আমরা নজরদারি রাখছি। কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করতে না পারে, তার জন্য আমাদের সাইবার ইউনিট কাজ করছে।’