হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন লৌহজং উপজেলার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন সরদার (৪৫) এবং মো. শাহজাহান মিয়ার ছেলে মো. কাউসার (৪৬)। তাঁরা দুজন সম্পর্কে বন্ধু ছিলেন। জুম্মন রিকশাচালক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম খলিলুল্লাহ ও আসলাম ভূঁইয়া (৪৫) নামে দুজন বলেন, ‘জুম্মনের ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁর বন্ধু কাউসার ও এক নারী কুসুমপুর হয়ে লৌহজং যাচ্ছিলেন। দুপুরের দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। সে সময় ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে এক নারী ও ওই দুজন কুসুমপুর লেবুতলা এলাকার একটি লাকড়ির দোকানে আশ্রয় নেন। নারী বাসে করে তাঁর গন্তব্যে চলে যান। তবে জুম্মন ও কাউসার বৃষ্টি ও বজ্রপাত থামার অপেক্ষায় ছিলেন। পৌনে ২টার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হয়। সে সময় তাঁরা দুজন দোকানের মধ্যে শুয়ে পড়েন। পরে কাছে এসে দেখি দুজনই মারা গেছে।’ 

ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ আহসান কবির শিশির বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর হয়েছে। এ খবর পাওয়া মাত্র পুলিশকে অবহিত করেছি।’ 

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, আজ দুপুরে বজ্রপাতে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুরে দুজন ব্যক্তি নিহত হয়েছে। তাঁদের স্বজনেরা লাশ শনাক্ত করায় তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকায় ঘন কুয়াশা: ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের