হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন লৌহজং উপজেলার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন সরদার (৪৫) এবং মো. শাহজাহান মিয়ার ছেলে মো. কাউসার (৪৬)। তাঁরা দুজন সম্পর্কে বন্ধু ছিলেন। জুম্মন রিকশাচালক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম খলিলুল্লাহ ও আসলাম ভূঁইয়া (৪৫) নামে দুজন বলেন, ‘জুম্মনের ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁর বন্ধু কাউসার ও এক নারী কুসুমপুর হয়ে লৌহজং যাচ্ছিলেন। দুপুরের দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। সে সময় ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে এক নারী ও ওই দুজন কুসুমপুর লেবুতলা এলাকার একটি লাকড়ির দোকানে আশ্রয় নেন। নারী বাসে করে তাঁর গন্তব্যে চলে যান। তবে জুম্মন ও কাউসার বৃষ্টি ও বজ্রপাত থামার অপেক্ষায় ছিলেন। পৌনে ২টার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হয়। সে সময় তাঁরা দুজন দোকানের মধ্যে শুয়ে পড়েন। পরে কাছে এসে দেখি দুজনই মারা গেছে।’ 

ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ আহসান কবির শিশির বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর হয়েছে। এ খবর পাওয়া মাত্র পুলিশকে অবহিত করেছি।’ 

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, আজ দুপুরে বজ্রপাতে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুরে দুজন ব্যক্তি নিহত হয়েছে। তাঁদের স্বজনেরা লাশ শনাক্ত করায় তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক