হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মার্কেট থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের পরিত্যক্ত একটি মার্কেট থেকে তানভীর (২৪) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাত-পা বাঁধা ছিল। পল্লবী থানার প্যারিস রোডে এই মার্কেটটি অবস্থিত। আজ শুক্রবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পল্লবী থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া। তিনি বলেন, ‘হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি।’ 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই যুবক এই এলাকার স্থানীয় বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী। 

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও পরিত্যক্ত ওই মার্কেটে ১০ থেকে ১২ জনের লাশ পাওয়া গেছে। পরিত্যক্ত এই মার্কেটির ভেতরে মাদক ব্যবসা, মাদক সেবন, টাকার বিনিময়ে জুয়া খেলা, দেহব্যবসা ও নারীদের ধরে নিয়ে ধর্ষণসহ কিশোর গ্যাংয়ের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। এছাড়াও, বর্তমানে এ মার্কেটটি কিলিং জোন হিসেবে মিরপুরবাসীর কাছে পরিচিত। এত কিছু ঘটার পরেও এই মার্কেটটি ঘিরে প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই বলে অভিযোগ সাধারণ মানুষের।

রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ