হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মার্কেট থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের পরিত্যক্ত একটি মার্কেট থেকে তানভীর (২৪) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাত-পা বাঁধা ছিল। পল্লবী থানার প্যারিস রোডে এই মার্কেটটি অবস্থিত। আজ শুক্রবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পল্লবী থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া। তিনি বলেন, ‘হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি।’ 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই যুবক এই এলাকার স্থানীয় বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী। 

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও পরিত্যক্ত ওই মার্কেটে ১০ থেকে ১২ জনের লাশ পাওয়া গেছে। পরিত্যক্ত এই মার্কেটির ভেতরে মাদক ব্যবসা, মাদক সেবন, টাকার বিনিময়ে জুয়া খেলা, দেহব্যবসা ও নারীদের ধরে নিয়ে ধর্ষণসহ কিশোর গ্যাংয়ের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। এছাড়াও, বর্তমানে এ মার্কেটটি কিলিং জোন হিসেবে মিরপুরবাসীর কাছে পরিচিত। এত কিছু ঘটার পরেও এই মার্কেটটি ঘিরে প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই বলে অভিযোগ সাধারণ মানুষের।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন