হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মার্কেট থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের পরিত্যক্ত একটি মার্কেট থেকে তানভীর (২৪) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাত-পা বাঁধা ছিল। পল্লবী থানার প্যারিস রোডে এই মার্কেটটি অবস্থিত। আজ শুক্রবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পল্লবী থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া। তিনি বলেন, ‘হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি।’ 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই যুবক এই এলাকার স্থানীয় বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী। 

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও পরিত্যক্ত ওই মার্কেটে ১০ থেকে ১২ জনের লাশ পাওয়া গেছে। পরিত্যক্ত এই মার্কেটির ভেতরে মাদক ব্যবসা, মাদক সেবন, টাকার বিনিময়ে জুয়া খেলা, দেহব্যবসা ও নারীদের ধরে নিয়ে ধর্ষণসহ কিশোর গ্যাংয়ের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। এছাড়াও, বর্তমানে এ মার্কেটটি কিলিং জোন হিসেবে মিরপুরবাসীর কাছে পরিচিত। এত কিছু ঘটার পরেও এই মার্কেটটি ঘিরে প্রশাসনের তেমন কোনো তৎপরতা নেই বলে অভিযোগ সাধারণ মানুষের।

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ