হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি হারুন মিনাকে (৬০) গতকাল রোববার রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে হত্যার ঘটনায় রাতেই মামলা করা হয়। হারুনের ছোট ভাই টুকু মিনা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ হত্যা মামলা করেন।

মামলায় হারুন মিনাকে প্রধান আসামি করা হয়েছে। বাকি দুই আসামি হলেন হারুনের স্ত্রী দুলু বেগম (৫৫) ও মেয়ে ময়না (১৮)।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের টুকুর সঙ্গে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল বড় ভাই হারুনের। গতকাল সন্ধ্যায় হারুনের উঠানে গিয়ে মোবাইল ফোনে কথা বলছিল টুকুর মেয়ে লামিয়া। এ সময় হারুন তাঁর উঠান থেকে ভাতিজা লামিয়াকে চলে যেতে বলেন। এ নিয়ে লামিয়া ও তার মা বিউটি বেগমের (৪০) সঙ্গে কথা-কাটাকাটি হয় হারুনের। একপর্যায়ে রাগান্বিত হয়ে দেশীয় অস্ত্র কাতরা (বল্লমের মতো) দিয়ে দুজনকেই এলোপাতাড়ি কোপ দিতে থাকেন। এতে লামিয়া ও তার মা গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, গতকাল রাতেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে হারুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় অপর দুই আসামি পলাতক রয়েছে। তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ