হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫০ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় শিশু ও নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। 

আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আগমন সিএনজি পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, ৬০ যাত্রী নিয়ে তিশা এন্টারপ্রাইজ নামের একটি বাস কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে বাসটি সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। 

এতে কমপক্ষে ৫০ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মদনপুর আল-বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। 

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বলেন, ‘খবর পেয়ে আমরা এবং স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে। শিশুসহ বাসে থাকা সব যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।’ 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মিয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে