হোম > সারা দেশ > ঢাকা

থমথমে শাহবাগ, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন চলমান। তবে আন্দোলনের অন্যতম কেন্দ্র রাজধানীর শাহবাগ মোড়ে বিকেল পাঁচটা পর্যন্ত আন্দোলনকারীদের দেখা যায়নি। দুই-একটা রিকশা চলাচল করলেও সড়ক অনেকটাই ফাঁকা। শাহবাগ থানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে শতাধিক পুলিশ সদস্য।

আন্দোলনকারীরা না থাকলেও শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা গেছে স্থানীয় (ডিএসসিসি-২১) কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মীকে। তাঁরা মাঝেমধ্যে স্লোগান দিচ্ছেন, ‘রাজাকারের চামড়া, তুলে নেব আমরা।’

কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। জনমানুষের চলাচলে ভোগান্তি হয় এমন কোনো কর্মকাণ্ড আন্দোলনকারীরা করলে আমরা কঠোর হস্তে দমন করব। তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে ভালো, নয়তো আমরা বিষয়টি দেখব।’

শাহবাগে অবস্থান নেওয়া পুলিশের প্লাটুন ইনচার্জ শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় আমরা অবস্থান নিয়েছি। আমরা চাই না, আন্দোলনের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, মানুষের জানমালের ক্ষতি হোক।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট