রাজধানীর পল্লবী থেকে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা। গ্রেপ্তারকৃতের নাম মোছা. ময়না (৩০)।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনে অভিযান চালিয়ে গাঁজাসহ ময়নাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩২৬ পিস ইয়াবা, ৪৩৩ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৫০০ মি. লি. দেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা করা হয়েছে।