হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকায় জজ আদালতের পিপি অফিসের সামনে বিস্ফোরণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অফিসের সামনে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুরান ঢাকার আদালতপাড়ায় রেবতী ম্যানশনের সামনে আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে এ বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেবতী ম্যানশনের পাশে নির্মাণাধীন একটি ভবনের পাঁচ বা ছয়তলা থেকে ককটেলের মতো কিছু একটা ছোড়া হয়। বিস্ফোরণের শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ‘আমি কার্যালয়ে ছিলাম। হঠাৎ ককটেল বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দ শুনতে পাই। মনে হয়, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে।’

এ ঘটনায় আদালতপাড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলও করেছেন আইনজীবীরা।

তবে বিস্ফোরণ ককটেলের কারণে হয়নি বলে দাবি করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পটকা ফাটানো হয়েছে।’

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন