হোম > সারা দেশ > ঢাকা

খুন করে ফ্লাইওভার থেকে ফেলা হয় লাশ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

রাজধানীতে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় গতকাল শুক্রবার ভোরে গাড়িচালক সোহেল মিয়ার (৪৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী শারমিন আক্তারের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলেছে, সোহেলকে খুন করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে তাঁর লাশ ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হয়।

পুলিশ ও স্বজনেরা জানান, সোহেল নিজের গাড়ি চালাতেন। গত বৃহস্পতিবার সবুজবাগের উত্তর বাসাবো ঝিলপাড় গ্যারেজে গাড়ি মেরামত করতে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে সোহেলের স্ত্রী শারমিন গ্যারেজে গিয়ে স্বামীর খোঁজ করলে গ্যারেজের মালিক রুবেল হোসেন বলেন, তাঁকে গাড়ির যন্ত্রাংশ আনতে পাঠানো হয়েছিল। তিনি আর ফেরেননি। তাঁর স্ত্রী বারবার ফোন করলেও তাঁকে পাননি। পরে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শারমিন।

যাত্রাবাড়ী থানার এসআই আমির হোসেন বলেন, হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল ভোর ৬টার দিকে দোলাইরপাড় ফ্লাইওভার এলাকা থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর মাথার বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তু ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।

সবুজবাগ থানার ওসি ইয়াসিন আলী বলেন, নিহত সোহেলের স্ত্রী শারমিন জিডি করার পর পুলিশ প্রাথমিক তদন্তে গিয়ে গ্যারেজের ভেতর রক্তের দাগ দেখে। সন্দেহ হলে গ্যারেজ মালিক রুবেল ও তাঁর দুই কর্মচারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে