হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে প্রতিবেশীর বিরুদ্ধে কৃষকের আলু খেতে বিষ দেওয়ার অভিযোগ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

নিজ আলুখেতে ভুক্তভোগী কৃষক আজাদ । ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে পূর্বশত্রুতার জেরে আগাছা দমন স্প্রে (বিষ) দিয়ে কৃষকের আলুখেত নষ্টের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত বুধবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের শোধঘাটা গ্রামের কৃষক মো. আজাদ মিয়ার খেতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে খেতেটিতে গিয়ে দেখা গেছে, রোপণ করা অপরিপক্ব আলুগাছ ঝলসে গেছে।

ভুক্তভোগী কৃষক আজাদ বলেন, ‘২০ শতাংশ জমিতে আলু রোপণ করেছি। সেই চারা পুষ্টতা পেয়ে আলু ধরার আগমুহূর্তে এমন ঘটনা ঘটেছে। প্রতিবেশী খোরশেদ আলম খুশী শত্রুতার জেরে আমার খেতে বিষাক্ত আগাছা দমননাশক স্প্রে করেন। এতে কমপক্ষে ২-৩ শতাংশ জমির আলুগাছ ঝলসে নষ্ট হয়ে গেছে।’

ভুক্তভোগী কৃষকের অভিযোগের বিষয়ে খোরশেদ আলম খুশী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শত্রুতা করে করা হয়নি। আমি ঢাকায় ছিলাম। আমার লেবার পাশের ভুট্টাখেতে আগাছা দমন স্প্রে করেছে। বিষয়টি আমি জানার পর ওই কৃষককে ক্ষতিপূরণ দেব বলে জানিয়েছি।’

ঘিওর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পাশের জমির মালিক ভুট্টাখেতে বিষ প্রয়োগ করায় আলুখেত নষ্ট হয়ে গেছে, বলে ধারণা করা হচ্ছে।’

বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়াল খান বলেন, ‘কৃষক আজাদ আমার বাড়িতে এসেছিলেন। আমি উপসহকারী কর্মকর্তাকে জমিতে পাঠিয়েছিলাম। তিনি এসে বলেছেন, আলুখেত নষ্ট হয়েছে। কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলব।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ