রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রোববার আটকের তথ্যটি নিশ্চিত করেন ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন।
তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোহাগ হত্যার আসামি দুজনকে নেত্রকোনা ও ঢাকার আশপাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁরা হলেন— সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।
এ ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।