হোম > সারা দেশ > ঢাকা

ডিবিপ্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউল করিমকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

ওই আদেশে বলা হয়, ‘প্রশাসনিক স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজাউল করিম মল্লিককে তাঁর নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।’ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্র জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জেলা পুলিশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর তিনি ডিএমপির গোয়েন্দাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

মডেল মেঘনা আলমকে আটক এবং বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানো নিয়ে সমালোচনা শুরুর পরপরই রেজাউল মল্লিকের বদলির সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

মডেল মেঘনাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠায় ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। এদিকে আজ রোববার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেন, ‘মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, তা আইনসংগত হয়নি। এটি একজন নাগরিকের অধিকার লঙ্ঘন।’

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন