হোম > সারা দেশ > ঢাকা

ডিবিপ্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেজাউল করিমকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

ওই আদেশে বলা হয়, ‘প্রশাসনিক স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজাউল করিম মল্লিককে তাঁর নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।’ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্র জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জেলা পুলিশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর তিনি ডিএমপির গোয়েন্দাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

মডেল মেঘনা আলমকে আটক এবং বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানো নিয়ে সমালোচনা শুরুর পরপরই রেজাউল মল্লিকের বদলির সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

মডেল মেঘনাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠায় ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। এদিকে আজ রোববার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেন, ‘মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, তা আইনসংগত হয়নি। এটি একজন নাগরিকের অধিকার লঙ্ঘন।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট