হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডির সঙ্গে হাজারীবাগের সংযোগে আন্ডারপাস নির্মাণের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যানজট নিরসনে বর্ডার গার্ড বিজিবির নিচ দিয়ে আন্ডারপাস করে ধানমন্ডির সঙ্গে হাজারীবাগের সংযোগ সড়ক নির্মাণের জন্য জাতীয় সংসদে দাবি করেছেন ঢাকা-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। 

শফিউল ইসলাম বলেন, ‘ধানমন্ডি এরিয়াতে যানজট অত্যন্ত বেশি। সেই জন্য মেট্রোরেলকে নিউমার্কেট ও আজিমপুর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। বিজিবির নিচ দিয়ে একটি আন্ডারপাস করে ধানমন্ডির সঙ্গে হাজারীবাগের একটি সংযোগ সড়ক নির্মাণ করা হলে যানজট অনেকাংশে কমে যাবে।’ 

আজ রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। 

নির্বাচনী এলাকায় জলাবদ্ধতা দূর করতে স্থায়ীভাবে নির্মূল করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি জানান, তাঁর নির্বাচনী এলাকায় ১৪টি বস্তি রয়েছে। সেখানকার নাগরিকদের জন্য স্বল্পমূল্যে ফ্ল্যাট তৈরি করার জন্য সরকারের কাছে দাবি করেন মহিউদ্দিন। রায়ের বাজার হাইস্কুলকে সরকারিকরণের দাবি করেন তিনি।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, মানবজাতির কল্যাণের জন্য মহানবী (স.) আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। ইদানীং কিছু জিনিসপত্র দেখছি, প্যারিসে ও ভারতে হয়েছে, সেগুলোর জন্য সরকার ও সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিয়েছে। আমরা কার্যকর ব্যবস্থার মাধ্যমে এগুলোর সমাধান দেখতে চায়।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার