হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডির সঙ্গে হাজারীবাগের সংযোগে আন্ডারপাস নির্মাণের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যানজট নিরসনে বর্ডার গার্ড বিজিবির নিচ দিয়ে আন্ডারপাস করে ধানমন্ডির সঙ্গে হাজারীবাগের সংযোগ সড়ক নির্মাণের জন্য জাতীয় সংসদে দাবি করেছেন ঢাকা-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। 

শফিউল ইসলাম বলেন, ‘ধানমন্ডি এরিয়াতে যানজট অত্যন্ত বেশি। সেই জন্য মেট্রোরেলকে নিউমার্কেট ও আজিমপুর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। বিজিবির নিচ দিয়ে একটি আন্ডারপাস করে ধানমন্ডির সঙ্গে হাজারীবাগের একটি সংযোগ সড়ক নির্মাণ করা হলে যানজট অনেকাংশে কমে যাবে।’ 

আজ রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। 

নির্বাচনী এলাকায় জলাবদ্ধতা দূর করতে স্থায়ীভাবে নির্মূল করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি জানান, তাঁর নির্বাচনী এলাকায় ১৪টি বস্তি রয়েছে। সেখানকার নাগরিকদের জন্য স্বল্পমূল্যে ফ্ল্যাট তৈরি করার জন্য সরকারের কাছে দাবি করেন মহিউদ্দিন। রায়ের বাজার হাইস্কুলকে সরকারিকরণের দাবি করেন তিনি।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, মানবজাতির কল্যাণের জন্য মহানবী (স.) আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। ইদানীং কিছু জিনিসপত্র দেখছি, প্যারিসে ও ভারতে হয়েছে, সেগুলোর জন্য সরকার ও সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিয়েছে। আমরা কার্যকর ব্যবস্থার মাধ্যমে এগুলোর সমাধান দেখতে চায়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস