হোম > সারা দেশ > ঢাকা

আইন করে সাংবাদিকদের অধিকার হরণের চেষ্টা হচ্ছে: ডিইউজে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণমাধ্যম আইন করে সাংবাদিকদের ট্রেড ইউনিয়নের অধিকারকে কবর দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভেতরে জাস্টিস ফর জার্নালিস্ট ব্যানারে আয়োজিত মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরও জানান, এই ষড়যন্ত্র এমন ভাবে তৈরি করা হচ্ছে আইনি কাঠামোর মধ্য দিয়ে যাতে আমরা মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন তুলতে না পারি। 

তপু বলেন, ‘গণমাধ্যম আইনের খসড়া করা হয়েছে সংসদে উত্থাপনের জন্য। সেখানে শুধু ট্রেড ইউনিয়নের অধিকার হবে না, সেখানে ক্যামেরা সাংবাদিকদের পরিচয়কে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।’ 

প্রস্তাবিত গণমাধ্যম আইনের বিরোধিতা করে তিনি বলেন, ‘গণমাধ্যম আমরা কোথায় অধিকার পাব, আমাদের সে আইনে যাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। ছুটি থাকবে কি না, কর্মঘণ্টা বাড়বে কি না সেই অতি ঝুঁকি বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনোরকম সুযোগ-সুবিধার কথা সেখানে বলা হয়নি। এর বিরুদ্ধে আমরা সকল সাংবাদিক সংগঠন প্রতিবাদ করে যাচ্ছি। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এই সাংবাদিক বিরোধী আইন গঠন করার সুযোগ নেই।’ 

বিএফইউজের মহাসচিব দীপ আজাদ বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে কোনো আইন সাংবাদিকেরা সমর্থন করবে না। প্রস্তাবিত গণমাধ্যম আইন সাংবাদিকদের স্বাধীনতা হরণ করবে।’ 

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান