হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থী নাদিয়াকে বাসচাপা দিয়ে হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়াকে বাসচাপা দিয়ে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ২৫ জুলাই ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই তারিখ ধার্য করেন। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

গত ২২ জানুয়ারি দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন নাদিয়া। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় ওই মোটরসাইকেলকে ভিক্টর পরিবহনের একটি বাস আঘাত করে। নাদিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে তাঁর ওপর দিয়ে বাস চালিয়ে যান বাসের চালক। বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। এ ঘটনায় তাঁর বন্ধু অক্ষত রয়েছেন। মাত্র দুই সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন নাদিয়া।

ঘটনার দিন রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাতপরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।

পরে ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়েরকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৬ জানুয়ারি দুজনই আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেছেন, তাঁদের অসাবধানতা এবং বেপরোয়া গতিতে বাস চালানোর ফলে বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। মোটরসাইকেলের পেছনে বসা মেয়েটি মোটরসাইকেল থেকে নিচে পড়ে গেলে তাঁর ওপর দিয়ে তাঁদের বাসটি চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই ছাত্রী মারা যান। পরে বাস ফেলে রেখে তাঁরা দুজনই পালিয়ে যান।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা