হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি বিল্লাল, সম্পাদক সাদাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের সভাপতি বিল্লাল হোসেন এবং সাদাত মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদা দীপা। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির ৪১তম সম্মেলনের উদ্বোধন ও কাউন্সিল শেষে রাতে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম। সম্মেলনে অতিথি ছিলেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল। 

কাউন্সিল অধিবেশন শেষে কমিটিতে দুটি সদস্যপদ ফাঁকা রেখে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদুল ইসলাম, লিমা রাণী চৌধুরী ও আসিফ জামান। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফয়সাল মাহমুদ, স্বর্ণা আক্তার ও তাহমিদ তাজওয়ার শুভ্র। 
 
কমিটির বাকিরা হলেন—কোষাধ্যক্ষ জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমন, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজমুল হাসান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সামিহা ইসলাম জিনিয়া, সাংস্কৃতিক সম্পাদক খালেদা আক্তার চাঁদনি, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহসান রাফিন, ক্রীড়া সম্পাদক অনিক ইসলাম, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক আরেফিন ইমন। কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আনিকা হোসেন অহনা, শ্রাবণ চৌধুরী, মৈত্রী ক্যাডেট, জোহরা আক্তার শ্রাবন্তী, আদৃতা রায়, তৌসিফ ইসলাম ও মাশরুর ফাইয়াজ। এ ছাড়া গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে আছেন বিগত কমিটির সভাপতি তাসীন মল্লিক।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার