হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হোসেনপুরে পিকআপ ভ্যানের চাপায় মা নিহত, মেয়ে আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে পিকআপ ভ্যানের চাপায় সুফিয়া (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর মেয়ে সাথী (১৩)। 

আজ সোমবার সকালে কিশোরগঞ্জ-ভালুকা সড়কের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া উপজেলার জামাইল গ্রামের কামাল হোসেনের স্ত্রী। সুফিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবারের লোকজন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা তানভীর হাসান জিকো আজকের পত্রিকাকে দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় হতাহত মা-মেয়েকে হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। মেয়ে চিকিৎসাধীন।’ 

স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েকে নিয়ে বিভিন্ন সড়কে হাঁটাহাঁটি করাই ছিল সুফিয়ার নেশা। আজ সকালে মেয়েকে নিয়ে হাঁটতে বের হলে উপজেলার পূর্বদ্বীপেশ্বর এলাকার কিশোরগঞ্জ-ভালুকা সড়ক পার হওয়ার সময় কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দেয়। তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা