হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী শ্রমিক, গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে নারী শ্রমিককে (১৯) দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাঁকে ধর্ষণ করা হয়। পরে পুলিশ খবর পেয়ে রাতেই দুজনকে আটক করে। এ ঘটনায় আজ মামলা হলে ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার আসামিরা হলেন দেলোয়ার হোসেন (২৩), ইমন হোসেন (২২) ও উজ্জ্বল (২৫)। এর মধ্যে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দেলোয়ার ও ইমনকে আটক করে। তবে উজ্জ্বল পালিয়ে যান।

ভুক্তভোগী নারী শ্রমিক বলেন, ‘কারখানা ছুটির পর রাত ৯টার দিকে এক সহকর্মীর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলাম। পথে কয়েকজন আমার সহকর্মীকে মারধর করে আমাকে পাশের গভীর বনে নিয়ে মারধর করে, ভয়ভীতি দেখিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। পরে তারা আমাকে সেখানে রেখেই পালিয়ে যায়। পরে আমার সহকর্মী আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এ বিষয়ে থানায় মামলা করেছি।’

ভুক্তভোগী নারী শ্রমিকের মামা বলেন, রাতে বিষয়টি জানার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দুজনকে আটক করেছে। আসামিরা এলাকার চিহ্নিত অপরাধী, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তাঁরা জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই দুজনকে আটক করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ