হোম > সারা দেশ > ঢাকা

শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কোটি টাকা মূল্যের স্বর্ণসহ মো. সালাহ উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

বিমানবন্দরে ইমিগ্রেশনের পর গতকাল শনিবার দুপুরে ওই যাত্রীকে আটক করে। পরে আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন।

আটক হওয়া ওই যাত্রীর বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। আটককালে তার কাছ থেকে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম স্বর্ণঙ্কার জব্দ করা হয়।

অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বলেন, ‘দুবাই থেকে শনিবার বেলা ১১টার দিকে বিমানবন্দরে অবতরণ করেন সালাহ উদ্দিন। পরে বিমানবন্দরের ইমিগ্রেশন সম্পন্ন করার পর তাকে দুপুর সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয়। আটককালে তার সঙ্গে থাজা লাগেজের ভেতর থেকে ৪১টি স্বর্ণের বার ও ৯৭ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। স্বর্ণের দাম আনুমানি ৪ কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১