নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় টিকটক ভিডিও বানাতে গিয়ে চার তলা থেকে নিচে পড়ে আনিল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পাইকপাড়া ভূতের গলি এলাকাতে এ ঘটনা ঘটে। আনিল ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আনিল নিয়মিত টিকটক ভিডিও বানাতেন। শুক্রবার আনিল স্থানীয় একটি বাড়ির ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফরহাদ বলেন, ‘বিকেলে আনিল নামে এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, ‘এ ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি।’
স্থানীয় কমিশনার ঘটনা নিশ্চিত করে জানান, ওই বিল্ডিংটি জরাজীর্ণ। ছাদে রেলিংও নেই। মাদকসেবীদের আড্ডা বসে সেখানে। টিকটিক ভিডিও করতে গিয়ে ছেলেটি ছাদ থেকে পড়ে যায়।