হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে রক্তাক্ত মরদেহ রেখে পালিয়ে গেলেন যুবক

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

বেলা ১১টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মুমূর্ষু এক যুবককে নিয়ে এসেছেন রাকিব নামের এক যুবক। তিনি বলেন, রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় কাঁচাবাজারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ২০ বছর বয়সী মোমিন। তিনি দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে এসেছেন। আরও জানালেন, মোমিন নয়াপল্টনের এক কারখানার কর্মী।

কিছু সময় পর মোমিনের মৃত্যু হয়। রাকিবকে খুঁজতে গিয়ে হাসপাতালের কর্মীরা দেখেন, মোমিনকে রেখে কাউকে কিছু না বলে চলে গেছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি জানান, রাকিব নামে এক যুবক রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। যুবকটির গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মোমিন নামে ওই যুবক মারা যাওয়ার পর রাকিবকে আর হাসপাতালে পাওয়া যায়নি।

ইনচার্জ ফারুক আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।

এদিকে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন জানান, ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প থেকে খবর পেয়ে হাসপাতালে যান তাঁরা। রাকিব হাসপাতালের পুলিশকে জানিয়েছিল, আরামবাগ কাঁচা বাজারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মোমিন। দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে এসেছে।

এসআই আরও বলেন, ঘটনার বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি। মরদেহটি রেখে রাকিব নামে ওই যুবক হাসপাতাল থেকে চলে গেছে। তাঁকে খুঁজে পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯