হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে রক্তাক্ত মরদেহ রেখে পালিয়ে গেলেন যুবক

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

বেলা ১১টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মুমূর্ষু এক যুবককে নিয়ে এসেছেন রাকিব নামের এক যুবক। তিনি বলেন, রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় কাঁচাবাজারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ২০ বছর বয়সী মোমিন। তিনি দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে এসেছেন। আরও জানালেন, মোমিন নয়াপল্টনের এক কারখানার কর্মী।

কিছু সময় পর মোমিনের মৃত্যু হয়। রাকিবকে খুঁজতে গিয়ে হাসপাতালের কর্মীরা দেখেন, মোমিনকে রেখে কাউকে কিছু না বলে চলে গেছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি জানান, রাকিব নামে এক যুবক রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। যুবকটির গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মোমিন নামে ওই যুবক মারা যাওয়ার পর রাকিবকে আর হাসপাতালে পাওয়া যায়নি।

ইনচার্জ ফারুক আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।

এদিকে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন জানান, ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প থেকে খবর পেয়ে হাসপাতালে যান তাঁরা। রাকিব হাসপাতালের পুলিশকে জানিয়েছিল, আরামবাগ কাঁচা বাজারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মোমিন। দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে এসেছে।

এসআই আরও বলেন, ঘটনার বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি। মরদেহটি রেখে রাকিব নামে ওই যুবক হাসপাতাল থেকে চলে গেছে। তাঁকে খুঁজে পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ