হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মৃত শিশুকে ফেলে উধাও স্বজনেরা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর নীলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে দুই মাস সাত দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সুমাইয়া।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নীলক্ষেত হোম ফেয়ার হাসপাতালের পাঁচতলার পিআইসিইউ ওয়ার্ড থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে নিউমার্কেট থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হোম ফেয়ার হাসপাতালের ইনচার্জ মো. আজাদুর রহমান বলেন, সুমাইয়ার শ্বাসকষ্টের কারণে ২৩ মার্চ শিশুটির বাবা পরিচয় দিয়ে কামাল হোসেন হাসপাতালে ভর্তি করান। ঠিকানা দেওয়া হয় মাগুরা শালিখা উপজেলা। শিশুটির অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে পিআইসিইউতে ভর্তি করা হয়। এর পর থেকে স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। একটি মোবাইল নম্বর দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৮ মার্চ দুপুরে মারা যায়। কিন্তু ভর্তি করার পর থেকেই তাঁর স্বজনদের খুঁজে পেয়ে থানা-পুলিশে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নীলক্ষেত হোম ফেয়ার হাসপাতাল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করি।’

হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানা যায়, ২৩ মার্চ বাবা কামাল হোসেন মাগুরা জেলার শালিখা থানার ঠিকানায় শ্বাসকষ্টের কারণে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু ভর্তির পর থেকে শিশুটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল ২৮ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের খুঁজে না পেয়ে বিষয়টি থানায় জানায়। একটি মোবাইল নম্বর থাকলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্টের কারণেই শিশুটি মারা গেছে। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ