হোম > সারা দেশ > ঢাকা

দেশে খাদ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা মহামারি ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়লেও দেশে খাদ্য সংকট বা খাবার নিয়ে হাহাকার পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক চু ডংইউয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বুধবার সচিবালয়ে এসে কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। 

আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমাদের ফুড স্টক (খাবারের মজুত) যেটা আছে, প্রোডাকটিভিটি যেটা আছে, ইনশা আল্লাহ আমাদের কোনো মেজর প্রবলেম হবে না। খাদ্যের কোনো সংকট, হাহাকার এ রকম কিছু হবে না।’ 

চালের দাম নিয়ে এক প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকে আমার সঙ্গে না-ও এগ্রি করতে পারেন। আমি গতকাল টেলিফোন করে কক্সবাজারেও কথা বলেছি। তারা বলেছে, মোটা চালের দাম বাড়ছে না। এটার দাম গত এক-দেড় মাস যাবৎ ৪০-৪২ টাকার মধ্যেই আছে। সরু চালের দাম বাড়ছে, সরু চালের আসলেই ঘাটতি আছে। মানুষের ইনকাম বেড়েছে। এ জন্য মানুষের মধ্যে চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে। আমরা গরিব মানুষকে সহায়তা দিচ্ছি। মানুষের একটু তো কষ্ট হচ্ছে আন্তর্জাতিক বাজারের কারণে। আগামী এপ্রিলে তো আমরা বড় ফসলের মৌসুম পাব। আমি আশা করছি কোনো সমস্যা হবে না।’ 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের কৃষির উন্নয়নে সহযোগিতা করছে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘তারা আমাদের কারিগরি সহায়তা দেয়। ডোনারদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করে। কীভাবে কীটনাশকের ক্ষতিকর দিকগুলো কমানো যায়, তারা সেই বৈশ্বিক নিয়ম তৈরি করে।’ 

বাংলাদেশে বছরে ৬ থেকে ৭ মিলিয়ন মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয় জানিয়ে কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, ‘আমাদের আবহাওয়া ভুট্টার জন্য খুবই ভালো। বাংলাদেশে ভুট্টা উৎপাদনের ক্ষেত্রে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বড় ভূমিকা রেখেছে। আমি মনে করি ভবিষ্যতে তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। আমরা এখন পাইপ দিয়ে সেচ করতে চাই। এ ক্ষেত্রে অনেক বিনিয়োগ দরকার। লবণাক্ত অঞ্চলে আমরা বিভিন্ন শস্য করতে যাচ্ছি। আশা করি এসব ক্ষেত্রে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আমাদের কারিগরি সহায়তা দেবে।’

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা