হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে শ্রমিকদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার সকাল ৯টায় হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে তাঁরা অবস্থান নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েন।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হেমায়েতপুর এলাকার বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকেরা এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস না পাওয়ায় গতকাল রোববার কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে তাঁরা বিক্ষোভ থেকে সরে গিয়ে আজকের মধ্যে বকেয়া পরিশোধের জন্য সময়সীমা নির্ধারণ করেন।

আজ সকালে কর্মস্থলে গিয়ে দাবি আদায়ের বিষয়ে কোনো সদুত্তর না পেয়ে প্রথমে কারখানার ভেতরে এবং পরে সকাল ৯টার দিকে মহাসড়কে গিয়ে বিক্ষোভে অংশ নেন শ্রমিকেরা।

অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। তবে তাঁরা বেতন ও বোনাস পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন। পরে পুলিশ সদস্যরা দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের সরিয়ে দেন। এ সময় তাঁরা আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন।

এ বিষয়ে শিল্প পুলিশের আশুলিয়া জোনের পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন।’

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ