রাজধানীর মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলের দিকে মিরপুর থানা-পুলিশ আদালতে হাজির করে দেলোয়ারকে। অন্যদিকে আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত মঙ্গলবার মিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২০১৭ সালে বিএনপির সরকারবিরোধী আন্দোলনের ঘটনায় মিরপুর থানায় নাশকতার অভিযোগে মামলা হয়। এই মামলায় অভিযোগপত্র দেওয়ার পর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা বলে তাঁকে গ্রেপ্তার করা হয়।