হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ফসলি জমিতে ক্ষতিকর ও উপকারী পোকা চিহ্নিতকরণে 'আলোক ফাঁদ'

ভৈরব (কিশোরগঞ্জ), প্রতিনিধি 

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমিতে দিনের পর দিন অনিয়মিত ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে ফসলের ক্ষতিকর পোকার পাশাপাশি উপকারী পোকাও ধ্বংস হচ্ছে। এতে ফসলি জমির ক্ষতি হচ্ছে। যা ভবিষ্যতে কৃষির জন্য একটি বড় রকমের বিপর্যয় বা ক্ষতির কারণ হিসেবে দেখা দিতে পারে। এ কারণে কৃষি অফিসের কর্মীরা ফসলি জমিতে পোকা চিহ্নিতকরণে 'আলোর ফাঁদ' এর গুরুত্ব বোঝাতে উপজেলার বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় ছুটছেন। 

এলাকা সূত্রে জানা গেছে, কীটনাশকের ব্যবহার থেকে কৃষকদের দূরে রাখতে এ প্রযুক্তির ব্যবহার অর্থাৎ আলোক ফাঁদ তৈরি শেখাচ্ছেন মাঠকর্মীরা। প্রতি রোববার সন্ধ্যায় ভৈরব উপজেলার কৃষকদের আলোক ফাঁদ স্থাপনের প্রশিক্ষণ দিচ্ছেন মাঠকর্মীরা। এ ফাঁদের মাধ্যমে বিশেষ করে ধানের জমিতে বর্তমানে কী কী ক্ষতিকর ও উপকারী পোকামাকড় রয়েছে, তা শনাক্ত করে ক্ষতিকারক পোকা দমনে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা। 

একই সঙ্গে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পর জমিতে কীটনাশক প্রয়োগ করতে কৃষকদের উৎসাহ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস। এর ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে, তেমনি অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও কমবে। ফলে ফসল হবে নিরাপদ ও বিষমুক্ত।

এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, 'প্রচলিত ধারণা থেকে বের করে প্রযুক্তি নির্ভর করার জন্য এবং বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের এই আলোক ফাঁদ ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে। তেমনি জমিতে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারও কমে যাবে।'

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ