হোম > সারা দেশ > ঢাকা

ড. ইউনূসের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে করা মামলা হাইকোর্টে স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বকেয়া পাওনা দাবি করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ সাত জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ মামলার বৈধতা নিয়ে রুলও জারি করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ সাতজনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে ২০২১ সালে মামলাটি দায়ের করা হয়। গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, গোলাম মোস্তফা শ্রমিক না হয়েও অবসরের পর শ্রম আদালতে মামলা করেছেন। এটি করতে হলে দেওয়ানী আদালতে যেতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা মামলাটি বাতিল চেয়ে রংপুর আদালতে আবেদন করেছিলাম। সেটি খারিজ হলে হাইকোর্টে রিট করি।’ হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছেন। আর আগামী ২২ মে রুল শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন