হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে কাজ শেষে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তাঁরা গ্যারেজে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পূর্ব সন্ন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন লিমন ব্যাপারী (২১) ও নয়ন (২১)। লিমন ব্যাপারী শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার নুর মোহাম্মদ ব্যাপারীর ছেলে আর নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে। তাঁরা দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে সূর্যনগর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। তাঁরা পূর্ব সন্ন্যাসীরচর এলাকায় পৌঁছালে বালুবাহী একটি ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক লিমন ব্যাপারীর মৃত্যু হয় এবং পেছনে থাকা নয়ন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং আহত একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ডাম্পট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবার থেকে লিখিত আবেদন পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ