হোম > সারা দেশ > ঢাকা

সড়কে সহপাঠীর মৃত্যু: বিচার দাবিতে আইডিয়ালের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক

সায়েন্স ল্যাব মোড়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অবরোধ। ছবি: আজকের পত্রিকা

সড়কে সহপাঠীর মৃত্যুর ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আজ রোববার বেলা দেড়টার দিকে সায়েন্স ল্যাব মোড়ের একপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

গত ২২ মে রাতে রাজধানীর বাংলামোটর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী আরশাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে তাঁর সহপাঠীরা একে দুর্ঘটনা নয়, ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করে আসছেন।

সড়কে আরশাদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শুরু করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে তাঁরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়, কাঁটাবন হয়ে নীলক্ষেত ঘুরে পুনরায় সায়েন্স ল্যাব মোড়ের একপাশের সড়ক অবরোধ করেন।

তাঁদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আরশাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর