হোম > সারা দেশ > ঢাকা

সড়কে সহপাঠীর মৃত্যু: বিচার দাবিতে আইডিয়ালের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক

সায়েন্স ল্যাব মোড়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অবরোধ। ছবি: আজকের পত্রিকা

সড়কে সহপাঠীর মৃত্যুর ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আজ রোববার বেলা দেড়টার দিকে সায়েন্স ল্যাব মোড়ের একপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

গত ২২ মে রাতে রাজধানীর বাংলামোটর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী আরশাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে তাঁর সহপাঠীরা একে দুর্ঘটনা নয়, ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করে আসছেন।

সড়কে আরশাদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শুরু করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে তাঁরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়, কাঁটাবন হয়ে নীলক্ষেত ঘুরে পুনরায় সায়েন্স ল্যাব মোড়ের একপাশের সড়ক অবরোধ করেন।

তাঁদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আরশাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ