হোম > সারা দেশ > ঢাকা

শাহ আলী থানার চেকপোস্টে বস্তায় মিলল হনুমান, গ্রেপ্তার এক

আজকের পত্রিকা ডেস্ক­

উদ্ধার করা হনুমান। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত পুলিশ চেকপোস্ট চলাকালে তিনটি হনুমান উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা-পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার হনুমান তিনটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নজরুল (৩৫)। তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলায়।

শাহ আলী থানা সূত্রে জানানো হয়, গত বৃহস্পতিবার থানার একটি টহল টিম মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়েছিল। চেকপোস্ট চলাকালে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি সিলভার রঙের প্রবক্স গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে চেক করা হয়। সেই গাড়ির পেছনের ডালায় দুটি বস্তায় ও একটি লোহার খাঁচায় তিনটি হনুমান দেখতে পাওয়া যায়।

গাড়ির চালক নজরুলকে হনুমান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং হনুমান তিনটি উদ্ধার করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে হনুমান বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, নজরুল মিরপুর-১১ এর মাহিম এ্যাকুরিয়াম বার্ড প্যালেসের মো. হাদিছ ওরফে নিরবের (৩২) কাছ থেকে হনুমান তিনটি নিয়েছিল। তিনি হনুমানগুলো চুয়াডাঙ্গার অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনসহ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মামলায় নজরুল এবং পলাতক মো. হাদিছ ওরফে নিরব ও অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। গ্রেপ্তার নজরুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন