হোম > সারা দেশ > ঢাকা

শাহ আলী থানার চেকপোস্টে বস্তায় মিলল হনুমান, গ্রেপ্তার এক

আজকের পত্রিকা ডেস্ক­

উদ্ধার করা হনুমান। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত পুলিশ চেকপোস্ট চলাকালে তিনটি হনুমান উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা-পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার হনুমান তিনটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নজরুল (৩৫)। তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলায়।

শাহ আলী থানা সূত্রে জানানো হয়, গত বৃহস্পতিবার থানার একটি টহল টিম মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়েছিল। চেকপোস্ট চলাকালে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি সিলভার রঙের প্রবক্স গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে চেক করা হয়। সেই গাড়ির পেছনের ডালায় দুটি বস্তায় ও একটি লোহার খাঁচায় তিনটি হনুমান দেখতে পাওয়া যায়।

গাড়ির চালক নজরুলকে হনুমান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং হনুমান তিনটি উদ্ধার করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে হনুমান বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, নজরুল মিরপুর-১১ এর মাহিম এ্যাকুরিয়াম বার্ড প্যালেসের মো. হাদিছ ওরফে নিরবের (৩২) কাছ থেকে হনুমান তিনটি নিয়েছিল। তিনি হনুমানগুলো চুয়াডাঙ্গার অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনসহ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মামলায় নজরুল এবং পলাতক মো. হাদিছ ওরফে নিরব ও অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। গ্রেপ্তার নজরুলকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন