হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে আহত ৬

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে বিএনপি-ছাত্রদলে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের নতুন টরকী বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জুয়েল ব্যাপারী (৪০), আকতার ব্যাপারী (৪২), মিলন ব্যাপারী (৩২) ও জুয়েল ব্যাপারী (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মোল্লার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার ছাত্রদল নেতা শাকিব ইসলাম নয়ন ও মিলন ব্যাপারীর চলছিল। এরই জেরে দুই পক্ষ গত রাতে নতুন টরকী বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে উভয় পক্ষের ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে জুয়েল ব্যাপারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনিতে বিএনপি-ছাত্রদলে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল