হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। 

আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার রায়পুরা উপজেলার মরজাল ধুকুন্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বরচর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভৈরবের দিকে যাচ্ছিল। বারৈচাগামী নরসিংদী খ ১১-০৮৫৬ নম্বরের সিএনজি অটোরিকশাটি রাত সাড়ে ৯টায় মহাসড়কের ধুকুন্দি এলাকায় শিমুলতলী নামক স্থানে আসা মাত্রই ঘাতক বাসচালক অটোরিকশাটিকে পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ১ নারী, ১ শিশু ও ১ পুরুষ মারা যান। এ সময় চালকসহ ৩ জন গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের উদ্ধার করে। এ সময় মহাসড়কের মরজাল বাজার বাসস্ট্যান্ডের বিপরীত দিকে শিবপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে ১০টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। 

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আ. রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করি। নিহতের স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে। অপর জনের পরিচয় জানা যায়নি।’

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন