হোম > সারা দেশ > ঢাকা

বোরকা-হিজাব পরায় হয়রানি: তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব ও বোরকা পরায় হয়রানি-হেনস্তার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে হেনস্তাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী ৬০ দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে। শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে এই বিষয়ে প্রতিবেদন দিতে হবে।

এই সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই নির্দেশ দেন। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। 

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব ও বোরকা পরা নিয়ে হয়রানি-হেনস্তার অভিযোগে ২০১৯ সালে রিট করা হয়েছিল। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। বোরকা ও হিজাব পরিধানকারীদের প্রতি হয়রানিমূলক আচরণকে কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে সংঘটিত হয়রানিমূলক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট। 

ওই রুলের এখনো শুনানি হয়নি। তবে সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও বোরকা এবং হিজাব পরায় হয়রানির অভিযোগ উঠেছে। যার কারণে সম্পূরক আবেদন করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১