হোম > সারা দেশ > ঢাকা

কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়নের দাবিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে রিকশা শোভাযাত্রা ও মানববন্ধন করেছে ‘কর্মজীবী নারী’ নামের একটি সংগঠন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মিরপুর ১৪ থেকে ১ পর্যন্ত রিকশা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

 ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে অস্ট্রেলিয়ান এইড ও অ্যাকশনএইড। কর্মজীবী নারীর সমন্বয়ক রাজীব আহমেদের সভাপতিত্বে এ কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের গবেষণা সমন্বয়ক ফারহানা আফরিন তিথি, প্রকল্প সমন্বয়ক রাবিতা ইসলাম। কর্মসূচিতে সংহতি জানান জাতীয় শ্রমিক-জোট বাংলাদেশের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক শেখ শাহনাজ। এতে সংগঠনের কর্মী ও নারীশ্রমিকেরা উপস্থিত ছিলেন। 

কর্মজীবী নারীর দাবিগুলো মধ্যে ছিল নারীর জন্য নির্যাতনমুক্ত ও নিরাপদ পরিবার এবং কর্মক্ষেত্র গড়ে তুলতে হবে। নারী-পুরুষের সমঅধিকার গড়ে তোলা, নারীর প্রতি সব রকম সহিংসতা বন্ধ; সব ক্ষেত্রে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত; কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়ন এবং ‘আইএলও কনভেনশন-১৯০’ অনুসমর্থন করা। 

ফারহানা আফরিন বলেন, নারীর অগ্রসর হওয়ার পথে বাধাগুলো যেমন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ইত্যাদি রোধে নারীকেই সচেতন হয়ে সুন্দর সমাজ গড়তে প্রত্যয়ী হতে হবে। 

রাবিতা ইসলাম তাঁর বক্তব্যে নারীর জন্য নির্যাতনমুক্ত ও নিরাপদ পরিবার ও কর্মক্ষেত্র গড়ে তোলার আহ্বান জানান। শেখ শাহনাজ সব নারীকে যেকোনো নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করার আহ্বান জানান। 

সভাপতির বক্তব্যে রাজীব আহমেদ সমসাময়িক ইস্যুতে কর্মজীবী নারীর পক্ষ থেকে নারীর প্রতি অবমাননাকর মন্তব্যের জন্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট