হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর লালবাগের অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন অসুস্থ 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর লালবাগ কেল্লার পাশে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় একই পরিবারের নারী-শিশুসহ ছয়জন অসুস্থ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আজ সোমবার বেলা দেড়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এতে বাড়িটির তৃতীয় তলায় আটকে পড়া পরিবারের সদস্যরা ধোয়ায় অসুস্থ হয়ে পরে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। 

অসুস্থরা হলেন—প্লাস্টিক কারখানা মালিক জাকির হোসেন (৬৫), তাঁর স্ত্রী তসলিমা হোসেন (৬২), তাদের ছেলে মো. রাফি (৩৯), স্ত্রী তাহসিন কারিম আনিকা (৩০), মেয়ের ঘরের নাতনি জায়না হোসেন আফরিন (১৩) এবং তাদের বাসার গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)। 

অসুস্থদের প্রতিবেশী মো. বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘লালবাগ কেল্লার পেছনে আতশখানা লেন রহমতউল্লাহ স্কুলের পাশে তাদের নিজেদের তিন তলা বাড়ি। তৃতীয় তলাতেই থাকেন তাঁরা (অসুস্থরা)। নিচ তলাতে তাদের প্লাস্টিকের ক্লিপের কারখানা। দুপুরে আগুন লাগার সময় তারা বাসাতেই ছিলেন। আগুন ছড়াতে থাকলে তারা আটকে পড়েন বাসায়। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তাঁরা ছাদে গিয়ে আশ্রয় নেন। তখন প্রতিবেশী এবং কারখানার কর্মচারীরা মই দিয়ে তাদের পাশের ভবনে নেন এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন।’ 

এ বিষয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ভর্তিকৃতরা কেউই দগ্ধ হননি। সবাই প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে অক্সিজেন দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়াও যাবতীয় চিকিৎসা চলছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার