কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সংলগ্ন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে ২ শতাধিক শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন। ফলে মিরপুর রোডসহ এলাকার সব শাখা সড়কও বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে যানজট।
শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘দালালি না রাজপথ! রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আদালতের রায়ে যদি কোটা বহাল রাখা হয়, তাহলে আমাদের আন্দোলন চলবে। আর যদি কোটা রাখতেই হয়, তাহলে ৫ শতাংশের বেশি নয়। আন্দোলনরত শিক্ষার্থী নাজমুল বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীরা আজ সড়কে অবস্থান করেছেন। আদালতের কাছে আমাদের দাবি ছিল, কিন্তু এখন আর নেই। আমরা সবকিছু ছাড়িয়ে এখন নির্বাহী বিভাগের কাছে আমাদের দাবি পেশ করছি।’