গাজীপুরের শ্রীপুরে লাকড়ি ভর্তি ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নানি-নাতনি পর ওই বৃদ্ধার জামাতা বাবুল মিয়াও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনেরা।
নিহত মোটরসাইকেল চালক মো. বাবুল মিয়া (৪০) উপজেলার শিরিশগুড়ি গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে এবং নিহত শিশুর বাবা।
নিহতের চাচা নজরুল ইসলাম বলেন, ‘গুরুতর আহত বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর রাত ১০টার দিকে মারা যায়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুকন্যা ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নিহত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘাতক চালককে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা এলাকায় লাকড়ি বোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় বাছিরন নেছা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে তাঁর চার বছরের নাতনিও মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে হাসপাতালে নেওয়া হয়।