সমুদ্রসৈকত এলাকায় অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদসংক্রান্ত আদেশ বাস্তবায়ন না করায় কক্সবাজারে জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ অক্টোবর তাঁকে হাইকোর্টে হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালত অবমানার অভিযোগে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন।
এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, উপপরিচালক, টাউন প্ল্যানার তানভির হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মামুনর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান ও কক্সবাজার পৌর মেয়র মজিবর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
রিটকারি আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আদালতের নির্দেশের পর অবৈধ স্থাপনা উচ্ছেদও করা হয়েছিল। কিন্তু সম্প্রতি প্রায় ১০০ দোকান স্থাপন করা হয়েছে। চার মাস আগে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।’