হোম > সারা দেশ > গাজীপুর

৮৬ কেজি ওজনের মেটে আলু নিয়ে এলাকায় হইচই

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে মাটির নিচ থেকে ৮৬ কেজি ওজনের একটি মেটে আলু (স্থানীয় নাম গৈচা আলু) উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার ওই এলাকার মো. মাহবুবুর রহমানের বাড়ির পাশ থেকে আলুটি উত্তোলন করা হয়। এরপর থেকেই এটি দেখার এলাকার মানুষ তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, ‘এর আগে মাটির নিচে এত বড় আলু দেখিনি। এর অর্ধেক ওজনের আলু আমি এই বয়সে দেখিনি। তাই দেখতে এলাম।’ আনোয়ারা নামের এক নারী বলেন, ‘আমার বাড়ির পাশে এই আলু রোপণ করি বহু বছর। কিন্তু এত বড় হয়নি। দেখে রীতিমতো অবাক হয়েছি।’

আলুর মালিক মো. মাহাবুবুর রহমান বলেন, ‘তিন বছর আগে সিসিডিবি ক্লাইমেট টেকনোলজি পার্কের কো-অর্ডিনেটর আবিদ উল কবিরের দিকনির্দেশনায় বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বীজ এনে রোপণ করি। রোপণের এক বছর পর এর ওজন হয় ২৮ কেজি। তখন আলুর ওপরের অংশটুকু আবার রোপণ করে দিই। রোপণ করার পর থেকে শুধু জৈবস্যার, গোবর ও ছাই ব্যবহার করি।’

গতকাল বিকেলে দুইজন শ্রমিককে সঙ্গে নিয়ে স্থানীয় জাতের এই আলুটি উত্তোলন করেন তিনি। পরে এটির ওজন করলে ২ মণ ৬ কেজি হয়। যা দেখে তিনি নিজেও অবাক হয়েছেন।

এ সময় তিনি আরও বলেন, ‘আমি খুব খুশি দুই বছরে এত বড় আকারের আলু হয়েছে। এ আলু চাষ করতে তেমন কোনো খরচ নেই, যে কেউ খুব সহজেই এটার চাষ করতে পারবে।’

জানা যায়, স্থানীয়ভাবে এটি মাইট্টা আলু, পেস্তা আলু, গৈচা আলু, চুপড়ি আলু, মাচা আলু, গজ আলু, গেছে আলু, মেটে আলু, মাছ আলু, পাঁচড়া আলু, গাউচ্ছা আলু ইত্যাদি নামে পরিচিত। তিন থেকে চার বছরে মাটির নিচের আলুগুলো ১০ থেকে ৩০ কেজি পর্যন্ত হয়। কিন্তু এটি তুলনামূলকভাবে অনেক বেশি বড় হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ