হোম > সারা দেশ > ঢাকা

মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‎দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আয়োজনে মেতে উঠেছে জনগণ। ছবি: আজকের পত্রিকা

গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে একপশলা। আবার দেখা মিলেছে ঝলমলে রোদের। এরই মধ্যে ‎জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে ‎দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আয়োজন। মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনা ‘এ দেশ আমার বাংলাদেশ, আয় তারুণ্য আয়’ দিয়ে শুরু হয় ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন।

এরপর সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পী ওবায়দুল্লাহ তারেক শোনান, ‘ও মা আর কেঁদো না’ এবং শিল্পী মশিউর রহমান শোনান ‘যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ’ গানটি। শেষে জারি গান ‘শোনেন শোনেন ভাই আর বোন হাসিনার কুকীর্তির কথা করিব বর্ণন’ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় তাদের পরিবেশনা।

আজ ‎মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ আয়োজনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশের মুখে ফার্মগেট, আসাদগেটসহ সংসদ ভবন এলাকায় পুলিশ, র‍্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারিতে রেখেছেন পুরো সংসদ এলাকা। ‎

‎দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আয়োজনে মেতে উঠেছে জনগণ। ছবি: আজকের পত্রিকা

‎পুলিশ, র‍্যাব, আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল চলছে সংসদ ভবন এলাকায়। সংসদ ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনসংশ্লিষ্ট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

‎সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে নিরাপত্তার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা মহানগর পুলিশ ও র‍্যাবসহ সেনাবাহিনী, বিজিবির টহল রয়েছে। আইনশৃঙ্খলার সর্বোচ্চ নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ‎

‎দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আয়োজনে মেতে উঠেছে জনগণ। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়া সংসদ ভবন এলাকায় আজ ‎সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো ও জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান রয়েছে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে এরই মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেছে সাধারণ মানুষ। বেলা ১১টার মধ্যেই সহস্রাধিক মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছে।

‎রাজধানীর ধানমন্ডি থেকে আসা শাওন আলিফ আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাইয়ের অনুষ্ঠানে অংশ নিতে এলাম। যদিও বৃষ্টির কারণে একটু দেরি হচ্ছে শুরু হতে। তবে এসে ভালোই লাগছে।’

‎দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আয়োজনে মেতে উঠেছে জনগণ। ছবি: আজকের পত্রিকা

মিরপুর থেকে আসা আলী আশরাফ বলেন, ‘এটা আমাদের বিজয়ের দিন। এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। এটা আমাদের ঈদের দিন।’

দর্শকের ভেতর থেকে কয়েকজন তরুণকে গান গাইতে দেখা যায়। তাঁরা ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘চল চল চল’, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাব নাকো তুমি’ গানগুলো গেয়ে শোনান।

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দেশের সবচেয়ে বড় আয়োজন সাজানো হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। গত রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।’ আরেকটি পোস্টে জানানো হয়, এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার