হোম > সারা দেশ > ঢাকা

শ্রমিকদের সড়ক অবরোধে আটকা পড়লেন এমপি মমতাজ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এ অবরোধের ফলে সড়কে আটকা পড়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের গাড়ি। এদিকে সংসদ সদস্যকে দেখেও সড়ক থেকে অবরোধ অনড় ছিলেন শ্রমিকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যস্থলের দিকে যান এমপি মমতাজ। 

আজ সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় অবরোধের মুখে পড়েন তিনি। 

সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে পদ্মার মোড় এলাকায় অবস্থিত রাকেফ অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে। পরে সেই সড়ক দিয়ে যাওয়ার পথে সেখানে আটকা পড়েন মমতাজ বেগম। 

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার শ্রমিকেরা বেতন না পেয়ে আন্দোলন করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষ সোমবার গত মাসের (জুলাই) বেতন ভাতা পরিশোধ করবে বলে আশ্বাস দেয়। কিন্তু এখনো বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামেন শ্রমিকেরা। 

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ (ওসি) রাসেল মোল্লা বলেন, এমপি মমতাজ বেগমের গাড়ি অবরোধে আটকা পড়লে আমরা বিকল্প সড়কে যাওয়ার ব্যবস্থা করে দেই। এখনো শ্রমিকেরা অবরোধ চালিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে।’ 

ওসি আরও বলেন, ‘মালিকপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। শুনেছি কারখানার মালিক বিদেশে আছেন। তার ম্যানেজারসহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।’ 

উল্লেখ্য, সর্বশেষ সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত শ্রমিকেরা অবরোধ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান