হোম > সারা দেশ > ঢাকা

মেয়েকে যৌন হয়রানির অভিযোগে স্বামীকে কোপালেন স্ত্রী

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

কিশোরী মেয়েকে যৌন হয়রানি অভিযোগে স্ত্রীর দায়ের কোপে হোসেন মাঝি (৩২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার এ ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামে। 

তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বর্তমানে মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের হাফেজ খানের বাড়ির ভাড়াটিয়া। 

স্ত্রীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাজিরবাগ গ্রামের হাফেজ খানের বাড়ির ভাড়াটিয়া হোসেন মাঝি বেশ কিছুদিন যাবৎ তার নিজের মেয়ের শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। সর্বশেষ আজ রোববার ভোরে যৌন হয়রানি করতে গেলে মেয়ের ডাক চিৎকার দিলে মা রাশেদা বেগম ছুটে আসেন এবং দা দিয়ে স্বামীর মাথায় কোপ দেন। খবর পেয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু সাইদ আহত হোসেন মাঝিকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 

মালখানগর ইউপির ওয়ার্ড সদস্য মো. আবু সাইদ বলেন, ‘আজ ভোরে আমি খবর পেয়েছি নিজের মেয়েকে যৌন হয়রানির চেষ্টা করেছেন হোসেন মাঝি। এটা জেনে পুলিশকে অবহিত করি এবং আহত হোসেন মাঝিকে হাসপাতালে ভর্তি করাই।’ 

মা রাশেদা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বেশ কিছু দিন যাবৎই মেয়ের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করত। আজ ভোরে যৌন হয়রানির চেষ্টা করলে মেয়ের ডাক চিৎকারে আমি কাছে গিয়ে সত্যতা পাই, পরে মেয়ে আমাকে সব খুলে বলে।’ 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযুক্ত হোসেন মাঝি বর্তমানে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’ 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট