হোম > সারা দেশ > ঢাকা

মেয়েকে যৌন হয়রানির অভিযোগে স্বামীকে কোপালেন স্ত্রী

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

কিশোরী মেয়েকে যৌন হয়রানি অভিযোগে স্ত্রীর দায়ের কোপে হোসেন মাঝি (৩২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার এ ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামে। 

তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বর্তমানে মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের হাফেজ খানের বাড়ির ভাড়াটিয়া। 

স্ত্রীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাজিরবাগ গ্রামের হাফেজ খানের বাড়ির ভাড়াটিয়া হোসেন মাঝি বেশ কিছুদিন যাবৎ তার নিজের মেয়ের শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। সর্বশেষ আজ রোববার ভোরে যৌন হয়রানি করতে গেলে মেয়ের ডাক চিৎকার দিলে মা রাশেদা বেগম ছুটে আসেন এবং দা দিয়ে স্বামীর মাথায় কোপ দেন। খবর পেয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু সাইদ আহত হোসেন মাঝিকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 

মালখানগর ইউপির ওয়ার্ড সদস্য মো. আবু সাইদ বলেন, ‘আজ ভোরে আমি খবর পেয়েছি নিজের মেয়েকে যৌন হয়রানির চেষ্টা করেছেন হোসেন মাঝি। এটা জেনে পুলিশকে অবহিত করি এবং আহত হোসেন মাঝিকে হাসপাতালে ভর্তি করাই।’ 

মা রাশেদা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বেশ কিছু দিন যাবৎই মেয়ের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করত। আজ ভোরে যৌন হয়রানির চেষ্টা করলে মেয়ের ডাক চিৎকারে আমি কাছে গিয়ে সত্যতা পাই, পরে মেয়ে আমাকে সব খুলে বলে।’ 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযুক্ত হোসেন মাঝি বর্তমানে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’ 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার