হোম > সারা দেশ > শরীয়তপুর

দাদির সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু!

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে বিথি আক্তার (৬) নামে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। । গোসাইরহাট ও বরিশালের ফায়ার সার্ভিসের দুটি দল দুদিন ধরে অভিযান চালালেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশুটি। গত রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের পদ্মার শাখা নদীতে।

বিথি আক্তার গোসাইরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল জমাদ্দারের মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, বিথি আক্তার তার দাদি মজিতুন্নেসার (৫৫) সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। শিশুটিকে গোসল করিয়ে নদীর পাড়ে রেখে তার দাদি গোসল শেষে কাপড় পাল্টাতে একটু ওপরে যায়। সেই মুহূর্তে পানির ঢেউয়ে মেয়েটি ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে তার দাদি চিৎকার করে তাকে ডাকতে থাকে এবং স্থানীয়রা চেঁচামেচি শুনতে পেয়ে এসে খোঁজাখুঁজি করেও তাকে আর পায়নি। গোসাইরহাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করে। বরিশাল ও গোসাইরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ১৬ ঘণ্টা যাবৎ উদ্ধার অভিযান চালায়। এতেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম খান বলেন, গোসাইরহাট ও বরিশালের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা শোনার পরেই এসে নদীতে নেমে কয়েক দফা খোঁজাখুঁজি করেছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নিখোঁজ শিশুটিকে এখনো পাওয়া সম্ভব হয়নি। দুই দিন যাবৎ উদ্ধার অভিযান চালিয়েও খোঁজ না পাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। 

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ