হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে এরশাদ সিকদারের মেয়ের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারে জান্নাতুল নওরিন এশা (২২) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত এশা খুলনা জেলার সোনাডাঙ্গা থানার মজিদ সরণির ১২৫ নম্বর স্বর্নকোমল বাসার মৃত এরশাদ আলী সিকদারের মেয়ে। বর্তমানে গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের ৯/সি/২ নম্বর ফ্ল্যাটে থাকতেন। 

মৃত এশার মামাতো ভাই এস এম সাদিকুল আলম রুশো বলেন, ‘এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। বর্তমানে কিছুই করত না। গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারে মা সানজিদা নাহারের সঙ্গে বাসাতেই থাকত। বাবা এরশাদ আলী সিকদার অনেক আগেই মারা গেছে। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। গতকাল সন্ধ্যায় তাদের দুজনের ঝগড়া হয়।’ 

রুশো আরও বলেন, ‘রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায় এশা। ভোরে এশার মা তাকে অনেক ডাকাডাকি করে। কিন্তু দরজা খুলছিল না। সন্দেহ হলে এশার বান্ধবী খন্দকার সুমি আক্তার ও প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখতে পায় এশা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। এ সময় তার দুই হাত ধারালো ব্লেড দিয়ে কাটা ছিল। পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

স্বজনেরা জানান, ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গায় নিয়ে দাফন করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি গুলশান থানাকে জানানো হয়েছে। 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এশা মৃত এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী শোভার মেয়ে বলে জানতে পেরেছি। তাঁর দুই হাতে ব্লেড দিয়ে কাটা ছিল। তিনি আরও বলেন, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন ওই তরুণী। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এরশাদ সিকদার একজন কুখ্যাত অপরাধী ও সিরিয়াল কিলার ছিলেন। খুন, অত্যাচার, চুরি-ডাকাতিসহ নানা অপরাধের জন্য ২০০০ সালের ৩০ এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ সিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। পরে ২০০৪ সালের ১০ মে রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয় তাঁর।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১