হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বাবা হারানো ক্লাসে প্রথম মেয়েটিকে রেজিস্ট্রেশনে বাধা দিচ্ছে স্কুল ম্যানেজিং কমিটি

সুজন মোল্লা, সিঙ্গাইর (মানিকগঞ্জ) : 

মানিকগঞ্জের সিঙ্গাইরে ম্যানেজিং কমিটির বাধায় এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারছে না এক ছাত্রী। উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ঘটনা এটি। অষ্টম শ্রেণিতে মেধাতালিকায় প্রথম ওই মেয়েটি। মেয়েটির বাবা এক মাস আগে মারা গেছেন। 

মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির ছাত্রীতে পড়ুয়া মেয়েটিকে স্কুলে যেতে নিষেধ করেছেন ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য। যে কারণে গত ১২ সেপ্টেম্বরে পর থেকে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। তবে বাড়িতে পড়াশোনা অব্যাহত রেখেছে। দু-এক দিনের মধ্যেই তার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় শেষ হবে। ম্যানেজিং কমিটির বাধার কারণে রেজিস্ট্রেশন করতে পারছে না। এখন রেজিস্ট্রেশন না করলে এসএসসি পরীক্ষায়ও সময়মতো অংশ নিতে পারবে না মেয়েটি। 

মেয়েটির মামা আজকের পত্রিকাকে বলেন, ক্লাসে প্রথম হওয়া মেয়েটি ম্যানেজিং কমিটির বাধার কারণে স্কুলে যেতে পারছে না। ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ও মতি মাস্টার গত ১২ সেপ্টেম্বর মেয়েটিকে স্কুলে যেতে নিষেধ করেন। দু-এক দিনের মধ্যেই তার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করার সময় শেষ হবে। ম্যানেজিং কমিটির কারণে মেয়েটির ভবিষ্যৎ অন্ধকারে যাচ্ছে। নিভে যাওয়ার পথে শিক্ষার আলো। কেন রেজিস্ট্রেশন করার অনুমতি দিচ্ছে না—এমন প্রশ্নের জবাবে মামা বলেন, মেয়েটির সঙ্গে একটি ছেলের সম্পর্ক আছে এবং ওই ছেলের সঙ্গে মেয়েটি বাড়ি থেকে অন্যত্র গিয়েছি—এমন অভিযোগ তুলে তারা (ম্যানেজিং কমিটির লোকজন) মেয়েটিকে স্কুলে যেতে দিচ্ছে না। রেজিস্ট্রেশন করারও সুযোগ দিচ্ছে না। তিনি মেয়েটির স্বাভাবিক পড়াশোনা করার সুযোগ তৈরির দাবি জানান। 

ম্যানেজিং কমিটির সদস্য মতি মাস্টার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মেয়েটিকে স্কুলে যেতে নিষেধ করিনি। তবে ম্যানেজিং কমিটির সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’ 

শান্তিপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটি দীর্ঘদিন স্কুলের আসেনি। তার পারিবারিক সমস্যার প্রভাব অন্য শিক্ষার্থীদের মধ্যে পড়তে পারে। তাই ম্যানেজিং কমিটির সদস্যদের ছাড়া আমি কিছুই করতে পারব না। তবে বিষয়টি নিয়ে দ্রুত ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে বসব।’ 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটির পারিবারিক সমস্যাটির প্রভাব অন্য শিক্ষার্থীদের মধ্যে পড়তে পারে। তাই ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করতে পারে। তবে আমি প্রধান শিক্ষককে বলেছি তার রেজিস্ট্রেশন যেন হয়।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম হান্নান বলেন, ‘মেয়েটির পারিবারিক সমস্যার কারণে ম্যানেজিং কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি বিষয়টি সমাধান করার জন্য।’ 

সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা