হোম > সারা দেশ > ঢাকা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিরল ও গুরুত্বপূর্ণ ছবি নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী আয়োজিত হয়। ছবি: আজকের পত্রিকা।

মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের বিরল ও গুরুত্বপূর্ণ ছবি নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভার আয়োজন করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)।

আজ বৃহস্পতিবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ডিএফপি প্রাঙ্গণে এই প্রদর্শনী আয়োজিত হয়। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম। এ সময় অধিদপ্তরের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে ডিএফপি মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তা হিসেবে মহাপরিচালক খালেদা বেগম ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার প্রেক্ষাপট ও ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।

বিরল ও গুরুত্বপূর্ণ ছবি নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী আয়োজিত হয়। ছবি: আজকের পত্রিকা।

তিনি সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও আলোচনা করেন—চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (চলচ্চিত্র) মো. জাহিদুল ইসলাম, পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ ফখরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মুহা. শিপলু জামান প্রমুখ।

বক্তারা বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলাদেশের উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় শাহাদাত বরণকারী এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে